পাবনার চাটমোহরে অফিস চলাকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। হামলাকারীদের হাতে আহত হয়েছেন ব্যাংকটির শাখা ম্যানেজার শামসুজ্জামান নয়ন। ঘটনার পর ব্যাংকের সব ধরণের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
ফৈলজানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেন ও তার লোকজন এ হামলা চালায় ও ভাঙচুর করে। ঋণ খেলাপি হিসেবে লোকমান হোসেনের ব্যাপারে আইনি পদক্ষেপ নেয় কৃষি ব্যাংক কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এতে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে তিনি। এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী সুত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে এ ঘটনায় কেউ আটক হয়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম।
লোকমান হোসেনের বাড়ি উপজেলার ফৈলজানা গ্রামে। তার বাবার নাম মো. আব্দুস সাত্তার। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লোকমান হোসেন ঘটনার আগে ৬/৭ লোক নিয়ে ব্যাংকটিতে যায়। সেখানে তার কৃষি ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে ম্যানেজার শামসুজ্জামান নয়নের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ম্যানেজারকে মারপিট করা হয়, ভাঙচুর করা হয় ক্যাশ কাউন্টারসহ কিছু আসবাবপত্র। পরে আহত ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়নকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তাই দায়িত্বরত অবস্থায় ব্যাংক ম্যানেজারকে কেন মারধর করা ও ব্যাংকে হামলা চালানো হলো, সেটা তার কাছে থেকে জানা যায়নি।
বিডি২৪অনলাইন/সি/এমকে