ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

রিমল তালুকদার, ঘাটাইল
৩১ জুলাই ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বনজ ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৩০জুলাই)এ চারা বিতরণ করেন টাঙ্গাইল- (ঘাটাইল) আসনে বিএনপি' মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। নাসিরের উদ্যোগে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ চারা বিতরণ করা হয়।

দলীয় সূত্র জানায়,  উপজেলার পাকুটিয়া মডেল উচ্চ বিদ্যালয়, পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ এম কে ডি আর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়েছে।

চারা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক আলহাজ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনসহ উপজেলা বিএনপির, পৌর বিএনপির বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর