দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত, বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতারা

সম্রাট হোসাইন,পঞ্চগড়
৩০ জুলাই ২০২৫

পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত মোশারফ হোসেনের পরিবারকে সহায়তা করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৩০ জুলাই) বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে শুকনো খাবার, কম্বল নগদ অর্থ সহায়তা তুলে দেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন।

বুধবার দুপুরে মোশারফ হোসেনের বাড়িতে টিনশেড ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে ঘরের সব আসবাবপত্র, জামাকাপড় খাদ্যসামগ্রী পুড়ে যায়। এতে পরিবারটি অসহায় হয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে এ দুর্ঘটনার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান জেলা আমীরের নেতারা। ভুক্তভোগীর হাতে সহায়তা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, সদর উপজেলা আমীর সফিউল ইসলাম, সেক্রেটারি সুলতান মাহমুদ, ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আবু সাঈদ, মনিরুল ইসলাম মোল্লা প্রমুখ।

 

জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর