কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি দিয়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবার। সোমবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ চত্তরে এ মাবনবন্ধন হয়। মানববন্ধনের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে উপজেলার ৩১টি কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন- রাজশাহী বিভাগের কিন্ডারগার্টেন সোসাইটির সদস্য সচিব ইয়াকুব আলী, সংগঠনটির নাটোর জেলার সভাপতি এ এইচ এম একরামুল হক, নুর একাডেমির প্রতিষ্ঠাতা মওলানা জামীল আহমাদ, নুরানী কিন্ডারগার্টেন পরিচালক মাওলানা আলমগীর হোসেন, মাস্টার একাডেমির পরিচালক মাসুদ রানা, শিক্ষক আলী আশরাফ প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য কিন্ডারগার্টেনসহ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ যুগ যুগ ধরে চলে আসছে। অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। জাতি যখন বৈষম্যমুক্ত দেশ গঠনে ঐক্যবদ্ধ, তখন এমন সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বিভেদ সৃষ্টি করবে।
বক্তারা অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল সরকারি শিক্ষার্থীদের সাথে বেসরকারি, কিন্ডারগার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
বিডি২৪অনলাইন/সি/এমকে