পঞ্চগড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) সদর উপজেলা পরিষদের হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- পঞ্চগড়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ ও সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুন্নবী।
বক্তারা, কৃষি উন্নয়নে 'পার্টনার' প্রোগ্রামের অগ্রাধিকার এবং স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকার ওপর জোর দেন। তারা ফসলে সার ও কীটনাশক ব্যবহারে কৃষকদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহবান জানান।
কৃষি সম্প্রসারণ কর্মসূচি থেকে শুরু করে স্থানীয় উৎপাদনশীলতা ও পুষ্টি সংবর্ধন, উদ্যোক্তা মনোভাব তৈরি এবং প্রতিকূল প্রাকৃতিক প্রভাব মোকাবিলায় সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তি বিকাশে পলিসি ও মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন বক্তরা। তারা আশা প্রকাশ করে বলেন, পার্টনার কংগ্রেস থেকে জনপ্রিয় ও ফলপ্রসূ কৃষি প্রযুক্তি ও পদ্ধতির অভিজ্ঞতা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পঞ্চগড় অঞ্চলে কৃষিপ্রধান অর্থনীতিকে আরও এগিয়ে নেবে।
অনুষ্ঠানে সদর উপজেলার কৃষি সম্প্রসারন অফিসার অর্জুন চন্দ্র রায়, ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা ও উপজেলার শতাধিক কৃষক অংশ নেয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে