পঞ্চগড়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সম্রাট হোসাইন,পঞ্চগড়
২৭ জুলাই ২০২৫

 পঞ্চগড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) সদর উপজেলা পরিষদের হলরুমে  প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় কংগ্রেসের আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- পঞ্চগড়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুন্নবী।

বক্তারা, কৃষি উন্নয়নে 'পার্টনার' প্রোগ্রামের অগ্রাধিকার এবং স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকার ওপর জোর দেন। তারা ফসলে সার কীটনাশক ব্যবহারে কৃষকদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহবান জানান।

কৃষি সম্প্রসারণ কর্মসূচি থেকে শুরু করে স্থানীয় উৎপাদনশীলতা পুষ্টি সংবর্ধন, উদ্যোক্তা মনোভাব তৈরি এবং প্রতিকূল প্রাকৃতিক প্রভাব মোকাবিলায় সাশ্রয়ী টেকসই প্রযুক্তি বিকাশে পলিসি মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন বক্তরা। তারা আশা প্রকাশ করে বলেন, পার্টনার কংগ্রেস থেকে জনপ্রিয় ফলপ্রসূ কৃষি প্রযুক্তি পদ্ধতির অভিজ্ঞতা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পঞ্চগড় অঞ্চলে কৃষিপ্রধান অর্থনীতিকে আরও এগিয়ে নেবে।

অনুষ্ঠানে সদর উপজেলার কৃষি সম্প্রসারন অফিসার অর্জুন চন্দ্র রায়, ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা উপজেলার শতাধিক কৃষক অংশ নেয়।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর