সরকার গঠন করবে বিএনপি: ব্যারিষ্টার নওশাদ

সম্রাট হোসাইন,পঞ্চগড়
২৫ জুলাই ২০২৫


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আপনারা বিশ্বাস করেন তো? কাজেই আমরা সরকার গঠনের পর আমাদেরকে ধৈর্যের সাথে চলতে হবে।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় সদর উপজেলা মহিলাদলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগে দেশে কোন বিচার ব্যবস্থা ছিল না। বিভিন্ন রকম মিথ্যা মামলা, যখন-তখন, যেখানে-সেখানে থেকে ধরে নিয়ে গেছে। ভবিৎষতে দেশে এ রকম কিছু হবে না। আগামীর বাংলাদেশ হবে কোঠাবিহীন বাংলাদেশ, মেধার বাংলাদেশ।

আগামী ফেব্রুয়ারি-এপ্রিলের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে  নির্বাচন নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির। মতবিনিময় সভায় মহিলাদলের নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে নানাভাবে হয়রানির বর্ণনা দেন বিএনপির এ নেতা। বিএনপিকে দমনে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, তার বিবরণ তুলে ধরেন মহিলাদলের নেতারা।

উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ মজিদ, এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রিনা পারভীন, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান,সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবু।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর