ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সেই সঙ্গে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের আয়োজনে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- বালিয়াডাঙ্গী উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা জুলফিকার আলী জিল্লুর, সানরাইজ কিন্ডারগার্টেনের অ্যধক্ষ ও বালিয়াডাঙ্গী উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি রফিজুল ইসলাম, স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম, লতিফুন নেছা মডেল স্কুলেরে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সরকার, জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ।
বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে