ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও ও আহতদে সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার
(২২ জুলাই) শহরের
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রাত্যহিক সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে
এ দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দীন সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. কামরুজ্জামান আকন্দ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত
আরোগ্য কামনা করা হয়।
এদিকে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয় এদিনে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। দোয়ায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একইসাথে আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করা হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে