৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক বেতন ১৬০০ টাকা, ইউএনও’র কাছে নালিশ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২০ জুলাই ২০২৫

 

পাবনার চাটমোহর শহরের শহীদ ক্যাডেট একাডেমি তাদের ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে থেকে মাসিক ১ হাজার ৬০০ টাকা বেতন নিচ্ছে। এ ছাড়া বাড়তি হারে আদায় করা হচ্ছে অন্যান্য ফি। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। শিক্ষালয়টির এক শিক্ষার্থীর সংক্ষুব্ধ অভিভাবক এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত নালিশ দিয়েছেন। সেই অভিযোগপত্র থেকে পাওয়া গেছে এসব তথ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলছেন, বেতন ও অন্যান্য ফি নেওয়ার ক্ষেত্রে প্রচলিত নীতিমালা ও আইনের ব্যতয় ঘটলে অবশ্যই এ বিষয়ে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটমোহরে শহীদ ক্যাডেট একাডেমিটির অবস্থান শহরের জিরোপয়েন্ট এলাকায়। এটা গাজীপুরের টঙ্গী এলাকার শহীদ ক্যাডেট একাডেমির একটা শাখা। জিরোপয়েন্ট এলাকায় অবস্থান হলেও শিক্ষার্থীদের কাছে থেকে বেতন- অন্যান্য ফি আদায়ের রশিদে প্রতিষ্ঠানটির ঠিকানা রয়েছে- শহীদ ক্যাডেট একাডেমি, টঙ্গী, গাজীপুর।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, এ শহরের অন্যান্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মাসিক বেতন ' টাকা। পরীক্ষা ফি ' টাকা, বোর্ডের রেজিষ্ট্রেশন ফি শ। কিন্তু  শহীদ ক্যাডেট একাডেমিতে সেই একই শ্রেণির শিক্ষার্থীদের মাসিক বেতন ১৬ ' টাকা, পরীক্ষা ফি ' টাকা এবং বোর্ড রেজিষ্ট্রেশন ফি হাজার টাকা। এছাড়া ডে-কেয়ারে মাসিক বেতন হাজার ' টাকা। উপজেলা পযায়ে শাখা খুলে মহানগরী এলাকার  সমহারে মাসিক বেতন অন্যান্য ফি আদায় করাটা যৌক্তিক নয় বলে মনে করছেন সংক্ষুব্ধ ওই অভিভাবক।

এ ব্যাপারে চাটমোহরের শহীদ ক্যাডেট একাডেমির দায়িত্বশীল কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ নিয়ে তাদের ব্যাখ্যা জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মূসা নাসের চৌধুরী বলছেন, এ বিষয় নিয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হবে। প্রচলিত নীতিমালা ও আইনের ব্যতয় ঘটলে অবশ্যই  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর