পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শালবাহানে বন্ধ তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক কমিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শনিবার (১৯ জুলাই) দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তায় এ মানববন্ধন হয়।
সংগঠনটির আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য দেন- শিক্ষানবিস আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হয়দার, সোহরাব হোসেন প্রমুখ ।
বক্তারা বলেন, ১৯৮৭ সালে ভূ-কম্পন জরিপের মাধ্যমে শালবাহানে তেলখনি আবিস্কৃত হয়। এরপর ১৯৮৯ সালে তেল উত্তোলন শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তেল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
ফ্রান্সের ফরোসল (ফস্টাল) নামের একটি কোম্পানীকে তেল সংগ্রহের জন্য নিযুক্ত করা হয়। ৮ হাজার ফিট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যসার্ধের একটি কুপের মাধ্যমে তেল সংগ্রহ শুরু হয়। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে ফরোসল কোম্পানীও সবকিছু গুটিয়ে চলে যায়। আজও এর রহস্য উম্মোচন হয়নি। বক্তারা বলেন, সেই ফরোসল কোম্পানী শালবাহান তেল খনির অপর প্রান্তে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমাদার পাড়া গ্রামে খনন কার্যক্রম শুরু করে বলে জানা যায়।
অনেকে বলছে ভারত অদৃশ্যভাবে সেখান থেকে তেল উত্তোলন করছে। বক্তারা বলেন, অচিরেই শালবাহান তেল খনি কেন বন্ধ করা হয়েছে- সে বিষয়ে সরকারের তদন্ত করা প্রয়োজন। তদন্ত করে পুনরায় তেল উত্তোলনের দাবি জানান তারা। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্তরের নাগরিকরা অংশ নেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে