জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে নিহত সব শহীদের স্মরণে পঞ্চগড়ে মৌন মিছিল করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন। শুক্রবার (১৮ জুলাই) বিকালে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই আগস্ট- এর চেতনাকে ধারণ করে আগামীর দিকে এগিয়ে যেতে হবে। কোন অপশক্তি যেন বাংলাদেশের ঘায়েল করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাস পেরিয়ে গেলেও এখনো আমাদের শহীদদের হত্যার বিচার হয়নি। যখনই আমরা শহীদ পরিবারের কাছে যাই, তখনই তারা জানতে চান- কবে হবে এ নির্মম হত্যার বিচার? এ প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। জনগণকে সঙ্গে নিয়ে এ হত্যার বিচার আদায় করবো ইনশাআল্লাহ।
এ কর্মসূচিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রাজ্জাকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে