আওয়ামী লীগেরও বিচার করা উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৫

ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত থাকায় দল হিসেবে কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এককভাবে গণহত্যার জন্য দায়ী, তার বিচার শুরু হয়েছে।

 

বুধবার ( জুলাই)  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রাজধানী ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল।

 

মির্জা ফখরুল আরও বলেন,  ফ্যাসিবাদের পক্ষে যেসব রাজনৈতিক দল থাকবে, যারা কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদের আইনের আওতায় আনা উচিত।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর