নির্বাচনে বিএনপি ভোট পাবে ৩৮.৭৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৫

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩৮ দশমিক ৭৬ শতাংশ, জামায়াতে ইসলামী ২১ দশমিক ৪৫ শতাংশ  আর নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫ দশমিক ৮৪ শতাংশ ভোট পাবে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য শতাংশ ভোট।

তরুণদের উপর জরিপ চালিয়ে এ কথা বলছে  সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয় (সানেম)। সোমবার (০৬ জুলাই) জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে সানেম।

জরিপে অংশগ্রহণকারী তরুণরা মনে করেছে, ওই তিন রাজনৈতিক দলের বাইরে অন্য ধর্মীয় দলগুলো দশমিক ৫৯ শতাংশ, জাতীয় পার্টি দশমিক ৭৭ শতাংশ এবং অন্যান্য দল শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট  পাবে।

জরিপে আরও বলা হয়েছে, ভোট দেওয়ার বিষয়ে বিএনপিকে গ্রামীণ অঞ্চলের ৩৭ দশমিক ৭২ শতাংশ এবং শহর অঞ্চলের ৩৯ দশমিক ৭৭ শতাংশ, জামায়াতের প্রতি গ্রামের ২১ দশমিক ২৫ শতাংশ এবং শহরের ২১ দশমিক ৬৬ শতাংশ আর এনসিপির ক্ষেত্রে গ্রামে ১৫ দশমিক ৩৮ শতাংশ এবং শহরে ১৬ দশমিক ২৮ শতাংশ আগ্রহ প্রকাশ করেছে।

 

দেশের সবকটি বিভাগের ওপর এ জরিপ চালানো হয়। এতে  অংশ নেন ১৫-৩৫ বছর বয়সি হাজার মানুষ। প্রথমে বিভাগ থেকে ২টি করে জেলা এরপর সেখান থেকে আবার দুটি করে উপজেলা নির্বাচন করা হয় জরিপের ক্ষেত্রে।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর