নির্বাচন দেরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৫

 

নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোনো সরকার হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশ্যে   বলেছেন, নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না।  জুডিসিয়াল সিস্টেম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে।

সোমবার ( জুলাই) সিলেটের একটি কমিউনিটি সেন্টারে বিশেষ দোয়া মাহফিলে এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন- বহুদিনের সংগ্রাম, বহু মানুষের ত্যাগ, বহু মানুষের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি ঠিকই।  কিন্তু আমরা বলছি লড়াই তো গণতন্ত্রের লড়াই, দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা। যেখানে মানুষ ভোট দেবে, কথা বলার সুযোগ পাবে, তরুণরা কাজের লেখাপড়ার সুযোগ পাবে, নারীরা নিরাপত্তা পাবে- এরকম একটি রাষ্ট্র। এজন্য নতুন করে সংগ্রাম শুরু করেছি আমরা।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর