পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২৫


দল হিসেবে বিএনপিকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে সংস্কারবিরোধী বলে প্রচার করার একটা অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বলেন, মিডিয়ার কিছু অংশ কিছু ব্যক্তি বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছেন, যেগুলো সঠিক নয়।

রোববার ( জুলাই) রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা নিয়ে কোয়েশন করার কোনো সুযোগ নেই। বিএনপি ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ তুলে ধরেন, তিনি সংস্কারের কথা বলেছিলেন। এরপর২২ সালে ২৭ দফা এবং অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে২৩ সালে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। এ ৩১ দফা নিয়ে সারা দেশে অসংখ্য প্রোগ্রাম করে জনগণের কাছে যাওয়া হয়েছে, সুধী সমাজ, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে।

১৫ বছরের গণতন্ত্র ফেরানোর আন্দোলনে বিএনপির অবস্থানের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন মির্জা ফখরুল।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমক

 



মন্তব্য
জেলার খবর