জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জাতীয় নাগরিক পার্টি

নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২৫

 

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার ( জুলাই) নীলফামারীর সৈয়দপুরে জুলাইযোদ্ধা সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন  এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সম্প্রতি ঢাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। সারাদেশে এনসিপি পদযাত্রা শুরু করেছে। তাদের এ কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে; এ কর্মসূচির ব্যাঘাত ঘটানো, ভয় দেখানোর জন্য ধরনের কার্যকলাপ করা হচ্ছে বলে মনে করেন নাহিদ ইসলাম ।

জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন রাজনৈতিক দলের নিরাপত্তা প্রশাসন দিতে না পারলে হাজারো শহীদ আহতদের এবং দেশের মানুষের নিরাপত্তা প্রশাসন কীভাবে নিশ্চিত করবে, সে প্রশ্ন রেখে নাহিদ ইসলাম বলেন, প্রশাসন কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে সেই প্রশ্ন তৈরি হচ্ছে আজ আমাদের মনে।

সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর