জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীর সৈয়দপুরে জুলাইযোদ্ধা সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সম্প্রতি ঢাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। সারাদেশে এনসিপি পদযাত্রা শুরু করেছে। তাদের এ কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে; এ কর্মসূচির ব্যাঘাত ঘটানো, ভয় দেখানোর জন্য এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে বলে মনে করেন নাহিদ ইসলাম ।
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন রাজনৈতিক দলের নিরাপত্তা প্রশাসন দিতে না পারলে হাজারো শহীদ ও আহতদের এবং দেশের মানুষের নিরাপত্তা এ প্রশাসন কীভাবে নিশ্চিত করবে, সে প্রশ্ন রেখে নাহিদ ইসলাম বলেন, এ প্রশাসন কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে সেই প্রশ্ন তৈরি হচ্ছে আজ আমাদের মনে।
এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে