দেশে নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেওয়া হবে না। একটা নতুন বাংলাদেশের জন্য গণঅভ্যুত্থানে হাজারো মানুষ আহত ও শহীদ হয়েছেন, এখানে কোনো বৈষম্য থাকবে না।
মঙ্গলবার (১ জুলাই) গাইবান্ধায় পৌর শহীদ মিনারে জুলাই পদযাত্রা সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, নতুন বাংলাদেশে গণতন্ত্র থাকবে। মানুষ কথা বলতে গেলে পুলিশ আক্রমণ চালাবে না, মত প্রকাশ করতে গেলে লাঠিচার্জ করবে না। অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে করতে পারবে প্রতিবাদ। জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ করা শিখিয়েছে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম দৃঢ়তার সঙ্গে বলেন, নতুন বাংলাদেশে দখল, চাঁদাবাজি, লুটপাটের আর কোনো সুযোগ দেবো না আমরা। ইনশাআল্লাহ দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে ডাক দিয়েছি, সেই দেশ গড়ে ঘরে ফিরব আমরা।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে