যমের কাছে হেরে গেল অভিজ্ঞ ফজলুলের প্রাণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৬ মে ২০২৫

পাবনার চাটমোহরে গাছ থেকে পড়ে মারা গেছেন ফজলুল হক নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। শুক্রবার (১৬ মে) দুপুরে লাউতিয়া হারিকেন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাছের মোটা একটা ডাল কাটার সময় পড়ে যান তিনি।

ফজলুল হক পাঁচশোয়াইল গ্রামের আবু বক্করের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গাছ কাটার শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। এলাকাবাসী সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাছ থেকে পড়ে যাওয়ার পর দেহে বিশেষ করে মাথায় বেশ চোট পান তিনি। এরপর গুরুত্বর অবস্থায় তাকে সেখান থেকে তড়িঘরি করেই হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে আনার পরে জানা যায়, তিনি মারা গেছেন।

এদিকে নাইম নামের এক কিশোর ঘটনাস্থলে ফজলুল হককে গাছ থেকে পড়ে যাওয়া দেখে অসচেত হয়ে যায়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়।


বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর