হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে নরসন্দুরের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২৫


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে  দক্ষিণ গোবিন্দপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

কাজল চন্দ্র দাস দক্ষিণ গোবিন্দপুর মালীবাড়ি সুনিল চন্দ্র দাসের ছেলে। তিনি স্থানীয় বাজারে সেলুনের কাজ করতেন।

কাজল চন্দ্র দাসের চাচাতো ভাই প্রান্ত কুমার দাস জানান, সেলুনে কাজ করে দুপুরে বাড়িতে আসেন কাজল। এরপর বাড়িতে নতুন নির্মাণ করা ঘরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ির লোকজন কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে



মন্তব্য
জেলার খবর