কিশোরগঞ্জের করিমগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব- ১৪ (কিশোরগঞ্জ)। বুধবার বিকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে এ গাজাসহ তাদের গ্রেফতার হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরের মৃত কাশেম আলীর ছেলে রফিক মিয়া (২২) হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুনীর আব্দুল আলীমের ছেলে আজহারুল ইসলাম (২৩) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মধ্যপাড়ার তনু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
র্যাব জানায়, তাদের এ অভিযানের সময় মাদকের বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত মালামালসহ তাদের করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে