কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২৫


কিশোরগঞ্জের করিমগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১৪ (কিশোরগঞ্জ)। বুধবার বিকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে এ গাজাসহ তাদের গ্রেফতার হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরের মৃত কাশেম আলীর ছেলে রফিক মিয়া (২২) হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুনীর আব্দুল আলীমের ছেলে আজহারুল ইসলাম (২৩) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মধ্যপাড়ার তনু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮)

র‌্যাব জানায়, তাদের এ অভিযানের সময় মাদকের বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় লাখ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি- কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত মালামালসহ তাদের করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে



মন্তব্য
জেলার খবর