মন্তব্য
পাবনার চাটমোহরে মসজিদে নামাজ আদায় শেষে সড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আজিমুদ্দিন মোল্লা নামের একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) বেলা দুইটার দিকে মধ্যশালিখা মহল্লায় পাবনা-বাঘাবাড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আজিমুদ্দিন মোল্লা বৃ-গুয়াখড়া গ্রামের বাসিন্দা, তিনি একসময় হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
এলাকাবাসী জানায়, দুর্ঘটনার আগে মধ্যশালিখা জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন আজিমুদ্দিন। অটোরিকশাটি ধাক্কা দিলে সড়কে পড়ে আহত হন তিনি। সেখান থেকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। অটোরিকশাটি ভাঙ্গুড়া থেকে চাটমোহরে আসছিল।
বিডি২৪অনলাইন/সি/এমকে