গাজায় যুদ্ধ বন্ধ করবেন না নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়  চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেছেন, একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন তিনি। খবর বার্তাসংস্থা আনাদোলু।

খবরে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েলের আহত সেনাদের সঙ্গে কথা বলেছেননেতানিয়াহু। এ সময় তিনি বলেন, হামাসকে নির্মূল করা এবং ইসরায়েলের সব জিম্মিকে মুক্ত করা দুই কাজ একসঙ্গে চলবে। হামাস যদি আরও ১০ জনকে মুক্তি দেওয়ার কথাও বলে তাও যুদ্ধ বন্ধ করব না আমরা।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল তাদের খবরে বলছে, নেতানিয়াহু তার জোটসঙ্গীদের আশ্বস্ত করেছেন- হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তবে ইসরায়েল কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতেই সম্মত হবে। আর এটা হবে কিছু বন্দি মুক্তির বিনিময়ে। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণ শক্তি নিয়ে আমরা অভিযান চালাব হামাসকে পরাজিত করতে। আমাদের সেনারা ইতোমধ্যে মোতায়েন আছে সেখানে।

ওদিকে গেল সোমবার ইসরায়েলি-আমেরিকান বন্দি ইদান আলেক্সান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। গোষ্ঠীটি জানায়, ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে  মুক্তি দেওয়া হয়েছে। এটা চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ।

 

বিডি২৪অনলাইন/আএনই/এমকে



মন্তব্য
জেলার খবর