বাংলাদেশে দ্রুত জাতীয় নির্বাচন দেখতে আগ্রহী ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫

 

বাংলাদেশের জাতীয় দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী রয়েছে ভারত। পাশাপাশি পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে দি‌ল্লি। সোমবার (৬ অক্টোবর) বিষয়টি জানান দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কা‌লে এ প্রসঙ্গে কথা বলেন  বিক্রম মিশ্রি। তিনি আরও বলেন, নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসবে, তাদের সঙ্গে গভীর সম্পর্ক রাখতে আগ্রহী ভারত। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও প্রত্যাশা ভারতের।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর