আদালতে মামলা ও থানায় অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১৩ মে ২০২৫


নাটোরের গুরুদাসপুর উপজেলায় আদালতে মামলা থানায় অভিযোগ করার ঘটনায় সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার(১৩ মে) বেলা দুইটার দিকে চাপিলার খামার-পাথুরিয়ায় নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রফিকুল ইসলাম নবী তাঁর স্বজনদের নামে মিথ্যা-ভিক্তিহীন অভিযোগে আদালতে মামলা করেছেন তার ফুফুরা। এছাড়া থানায় মিথ্যা অভিযোগও দেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম নবী জানান, তার পিতা সিরাতুন নবী শাহিনের মৃত্যুর আগে তার দাদা আব্দুর রউফ তালুকদার মারা যান। উত্তোরাধীকার সুত্রে রেখে যাওয়া সম্পত্তির মালিক হন দাদীসহ ফুফু সাবিনা,শিউলী,রাশিদা তার স্বজনরা। দাদার মৃত্যুর পরপরই ফুফুদের জমির অংশ বুঝিয়ে দিতে গ্রামে একাধিকবার সালিশ করা হয়। কিন্ত সালিশ না মেনে ফুফুরা মিথ্যা ভিক্তিহীন তথ্য দিয়ে নাটোর আদালতে মামলা করেছেন।

নবী আরো জানান, চলতি সপ্তাহে তিনি তার পিতার রেখে যাওয়া একটি পুরাতন পুকুর সংস্কার করছিলেন। কিন্তু ফুফুরা ওই পুকুর তাদের দাবী করে ১০ মে ৩ জনের নামে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মিথ্যা ভিক্তিহীন মানহানীকর। অভিযোগের সত্যাতা যাচাইসহ সুবিচার দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাবেয়া বেগম,সানজিদা ইভা,রাশিদুল ইসলাম বাটুল,আব্দুর রহমান,সৈয়দ আলী,সাইফুল তালুকদার,ইমরান তালুকদার,আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়ে শিউলী বেগম বলেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি বুঝে না পেয়ে তারা আদালতে মামলা করেছেন। জোর করে ভাতিজা নবী তাদের জমিতে পুকুর খনন করছেন। সুবিচার পেতে আইনের আশ্রয় নিয়েছেন তারা।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, অভিযোগ পেয়েছি,তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে



মন্তব্য
জেলার খবর