আইএমএফের ঋণের অর্থ জুনে পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৫

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেওয়া মোট ৪৭০ কোটি ডলারের ঋণের শেষ দুটি কিস্তির অর্থ আগামী জুনে পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দফায় দফায় বৈঠকের পর অর্থ ছাড় নিয়ে আইএমএফের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। জুন মাসেই আইএমএফের বোর্ড সভায় বাংলাদেশের ঋণ প্যাকেজের শেষ দুই কিস্তি অনুমোদন হতে পারে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, জুনে বাংলাদেশের জন্য ঋণের কিস্তির ১৩০ কোটি ডলার ছাড় হবে। জুন মাসে আইএমএফের বোর্ড সভায় অর্থ ছাড় হবে। এ নিয়ে বুধবার  সংবাদ সম্মেলনের কথা রয়েছে। মুদ্রা বিনিময় হারে আরও নমনীয়তা আনার বিষয়ে মতপার্থক্য দুরে করে আইএমএফ ঋণের কিস্তির অর্থ ছাড় করতে সম্মত হয়েছে বাংলাদেশ। অর্থ ছাড়ের জন্য গত ফেব্রুয়ারি মাস নির্ধারিত থাকলেও সংস্কারের শর্ত পূরণ না হওয়ায় সেটা বিলম্বিত হয়েছে বলে জানা গেছে।

 এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। ২০২৬ সাল পর্যন্ত কিস্তিতে ঋণ দেওয়ার কথা সংস্থাটির। গত জুন পর্যন্ত তিনটি কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ২৩১ কোটি ডলার। ঋণের বাকি আছে ২৩৯ কোটি ডলার। গত ডিসেম্বরে চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা থাকলেও সেটা নানা শর্তে আটকে দেয় আইএমএফ।  আইএমএফের থেকে জানানো হয়, শর্ত পূরণ করলে চলতি বছরের মার্চে ঋণের চতুর্থ কিস্তি পাবে বাংলাদেশ। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় চতুর্থ পঞ্চম কিস্তি একত্রে চলতি বছরের জুনে দেওয়া হতে পারে ঘোষণা আসে।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর