পাবনার আটঘরিয়া উপজেলার গোকুলনগর গ্রামের মো. আশিকুর রহমান ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে (অর্থনীতি) চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তিনি গোকুলনগর গ্রামের মো. শফিকুল ইসলাম ও মৃত আলেয়া খাতুনের ছেলে। শফিকুল ইসলাম পেশায় একজন সাইকেল মেকার।
আশিকুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় নিজ গ্রাম গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি, নটরডেম কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি এবং দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
লেখাপড়া শেষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সহকারী পরিচালক পদে যোগদান করেন আশিকুর। এরপর ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে (অর্থনীতি) চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এখন। তার এ সাফল্য নিজ গ্রাম, পরিবার এবং জেলা পাবনার মুখ উজ্জ্বল হয়েছে।
সাধারণ পরিবারের সন্তান হয়েও কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এ সফলতা অর্জন করায় আশিকুর রহমানের জন্য এলাকায় আনন্দের জোয়ার বইছে। তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
বিডি২৪অনলাইন/এফ.এম.আবুজার/সি/ এমকে