চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে দেশে আড়াই বিলিয়ন (প্রায় ২৫৪ কোটি) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি অর্থবছরের জুলাই থেকে জুনের ২৮ দিন পর্যন্ত সব মিলে ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ সময়ে আসা রেমিট্যান্স গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি। রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এ কথা।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ২৮ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৫৫ কোটি ৬৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার রয়েছে। এর বাইরে বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে ৩৬ কোটি ১২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫৩ লাখ ৭০ হাজার ডলার এসেছে। ২৮ দিনের রেমিট্যান্সের পরিমাণ প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করণে দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩০ হাজার ৯৭৮ কোটি টাকার বেশি। সে হিসাবে প্রতিদিন গড়ে এসেছে এক হাজার ১০৬ কোটি টাকার বেশি।
গত অর্থবছরের জুলাই থেকে জুনের ২৮ দিন সময়ের মধ্যে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই ইতিবাচক ধারায় রয়েছে রেমিট্যান্স আসা। গত মে মাসে আসে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। এ অঙ্ক দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গেল মার্চ মাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।
চলতি অর্থবছরের বাকি মাসগুলোর মধ্যে জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার এবং এপ্রিলে ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে।
বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে বর্তমান সরকারের নানান উদ্যোগ, উৎসবকেন্দ্রিক আয় বৃদ্ধি ও অবৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত করায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।