গতবারের চেয়ে এবার বেশি হবে রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৫

 

গতবারের চেয়ে এবার রাজস্ব আদায় বেশি হবে বলে নিশ্চয়তা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বলেছেন, কয়দিনের কাজকর্মে একটু হোঁচট খেয়েছি।

সোমবার (৩০ জুন) এনবিআর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান জানান, এ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজকের ট্রেজারিতে জমা হওয়ার রিপোর্ট কাল পাওয়া যাবে।

এনবিআর চেয়ারম্যান জানান, এখন রেভিনিউ রিপোর্টিং সিস্টেমেটিক। ম্যানুয়াল রিপোর্ট আর করা হয় না। আইবাসে আদায়ের রিপোর্ট করা হয়।

গত কয়েকদিনে এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হয়েছে, রাজস্ব আদায় হোঁচট বলেও জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন,  আজকেও সময় আছে, ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে আছে- কারা ট্যাক্স পেয়ার, কারা বছরের শেষে কর দিবে। এটা জানেন তারা। আজকে ভালো পরিমাণ অর্থ জমা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর