মাস্ক-স্বাস্থ্যবিধি ছাড়া সব শর্তই শিথিল

১৪ জুলাই ২০২১

৯ দিনের জন্য মাস্ক পরিধানসহ করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি অনুসরণের শর্ত ব্যতীত বাকি সব বিষয়েই আরোপিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) শিথিল করা হয়েছে। শিথিলতার মেয়াদ শেষে এ বিধিনিষেধ আবারো মেনে চলতে হবে পরবর্তী ১৪ দিন। এ ১৪ দিন বন্ধ থাকবে পোশাকসহ সব ধরণের শিল্প কারখানা, নিজেদের কর্মস্থলে থাকতে হবে সরকারি চাকুরেদের। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনার সংক্রমণ রোধকল্পে সারাদেশে চলতি মাসের শরুতেই এ বিধিনিষেধ আরোপ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই এ শিথিলতা। ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত এ শিথিলতা বলবৎ থাকবে। শিথিলতার মেয়াদকালে বিধিনিষেধ বহালকালের মতো সর্বাবস্থায় জনসাধারণকে সতর্ক থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এদিকে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত আরাপিত বিধিনিষেধ চলাকালে আগের মতোই সড়ক, রেল ও নৌপথে সব গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে শপিংমল, মার্কেটসহ সব দোকানপাটও বন্ধ থাকবে।সরকারি দাফতরিক কাজগুলো ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপ- এর মতো মাধ্যমগুলো ব্যবহার করে সম্পন্ন করতে হবে। প্রসঙ্গত, চলমান লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে পোশাসহ সব শিল্প কারখানা।

 

এমকে


মন্তব্য
জেলার খবর