মন্তব্য
বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও সম্পৃক্ততা বাড়াতে আগামী ২০-২৪ নভেম্বর ঢাকায় সফরে আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে এটাই তার প্রথম সরকারি সফর।
জানা গেছে, সফরকালে অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের পাশাপাশি নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলগুলোর নেতা, বিভিন্ন দেশের হাইকমিশনার ও অন্যান্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন কমনওয়েলথ মহাসচিব।
বৈঠকে শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য কমনওয়েলথের সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়- এসব নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে