২০-২৪ নভেম্বর ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৫

বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা সম্পৃক্ততা বাড়াতে  আগামী ২০-২৪ নভেম্বর ঢাকায় সফরে আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে।  আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে এটাই তার প্রথম সরকারি সফর।

জানা গেছে, সফরকালে অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের পাশাপাশি নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলগুলোর নেতা, বিভিন্ন দেশের হাইকমিশনার অন্যান্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন কমনওয়েলথ মহাসচিব।

বৈঠকে শান্তি স্থিতিশীলতা, গণতন্ত্র সুশাসন এবং বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য কমনওয়েলথের সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়- এসব নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর