দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা করবো আমরা- সেটিই স্বপ্ন আমাদে। নির্বাচন যেন সর্বাঙ্গসুন্দর, আনন্দমুখর ও উৎসবমুখর হয়, সেটার জন্য সবাই মিলে চেষ্টা করবো আমরা ।
শুক্রবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষ্যে ঢাকায় সেনাকুঞ্জে একসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। একটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশগঠন ও জাতীয় দুর্যোগ মোকাবিলায় সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করছে সশস্ত্র বাহিনী। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন এবং সংস্কারের কাজেও বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে দেশের মানুষের আস্থার প্রতিদান দিচ্ছে সশস্ত্র বাহিনী। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত সশস্ত্র বাহিনী পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে ত্যাগ ও তৎপরতার এ ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বলেও বিশ্বাস করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে