গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায়

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৫

দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা করবো আমরা- সেটিই স্বপ্ন  আমাদে। নির্বাচন যেন সর্বাঙ্গসুন্দর, আনন্দমুখর উৎসবমুখর হয়, সেটার জন্য সবাই মিলে চেষ্টা করবো আমরা

শুক্রবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকায় সেনাকুঞ্জে একসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। একটি নির্বিঘ্ন উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশগঠন জাতীয় দুর্যোগ মোকাবিলায় সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করছে সশস্ত্র বাহিনী। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান চলমান দেশ পুনর্গঠন এবং সংস্কারের কাজেও বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে দেশের মানুষের আস্থার প্রতিদান দিচ্ছে সশস্ত্র বাহিনী। গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত সশস্ত্র বাহিনী পেশাগত দক্ষতা দেশপ্রেমের সমন্বয়ে ত্যাগ তৎপরতার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বলেও বিশ্বাস করেন তিনি।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর