প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মেয়র শামীম

১৩ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পাওয়ার পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন রংপুরের পীরগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. আবু সালেহ মো. তাজিমুল ইসলাম (শামীম)। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জয় পাওয়ায় কৃতজ্ঞতা জানাতে ও নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময়ের জন্য সোমবার শেখ হাসিনার কাছে ছুটে যান তিনি। এ পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র পদে জয় পেয়েছেন তিনি, দু’বারই প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে। এ পৌরসভার দ্বিতীয়বারের নির্বাচনের ভোট ২৮ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে হয়।

&dquote;&dquote;

 

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে শনিবার সকালে রংপুর- ৬ আসন (পীরগঞ্জ) এর সংসদ সদস্য (এমপি) ও জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একইদিন বিকালে তিনি টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও একইভাবে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন ও বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। তার আগে শুক্রবার সংসদ সদস্য ক্লাবে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এছাড়া মেয়র নির্বাচিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী ও স্পীকার সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করেন জনপ্রিয় এ মেয়র।

&dquote;&dquote;

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মেয়র তাজিমুল তার পৌরসভার বর্তমান হালহকিকত প্রধানমন্ত্রীকে অবগত করেন। স্বল্প সময়ের মধ্যে পৌরসভাটিকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণে তাকে সহযোগিতা করার জোর দাবি জানান। একই সঙ্গে তার পৌরসভার উন্নয়নে ও পৌরবাসীর সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনাসহ সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীও এ বিষয়ে আশ্বস্ত করেন তাকে।

প্রসঙ্গত, শামীম মেয়র পদে প্রথমবারে নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পরই আধুনিক রূপ ধারণ করতে শুরু করে পীরগঞ্জ পৌরসভা। তার অক্লান্ত পরিশ্রম ও যুগপোযোগী পরিকল্পনার কারণে গঠনের পর মাত্র ৫ বছর বয়সে 'গ ' শ্রেণী থেকে 'খ' শ্রেণীতে উন্নীত হয় এ পৌরসভা। এ সময়ে বাস্তবায়িত হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প। নিশ্চিত হয়েছে নাগরিক সুযোগ-সুবিধা। ভাগ্যোন্নয়ন হয়েছে দরিদ্রদের। স্বচ্ছতার মাধ্যমে সরকারি সব ভাতা পেয়েছেন হতদরিদ্ররা। তার প্রথম মেয়াদেই ডিজিটাল হয় এ পৌরসভা। দেশে থাকা মোট ১০ টি ডিজিটাল পৌরসভার একটি এখন পীরগঞ্জ পৌরসভা। আর এসব কারণেই নির্বাচনে মেয়র পদে পুনরায় জয় পেতে তাকে একটুও বেগ পোহাতে হয়নি। আইনজ্ঞ ( এ্যাডভোকেট) শামীমের আরেকটা পরিচয়- তিনি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বড় পরিচয় তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাসুরপুত্র। এ পৌরসভার প্রথম মেয়রের গৌরবটাও তার।

 

এমকে


মন্তব্য
জেলার খবর