আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোটভুক্ত বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না জোট মনোনীত প্রার্থী। এ ক্ষেত্রে তাকে ভোট করতে হবে নিজ দলের প্রতীকে।
গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ-২০২৫ -এ নিবন্ধিত দলগুলোর জোটবদ্ধ নির্বাচন করার ক্ষেত্রে নিজের দলের প্রতীকে ভোট করার বিধান রাখা হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও) জারি করা হয়েছে।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন হয়। গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়ার পর জোটের প্রতীকের সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও সংশোধন বহাল রাখার দাবি তোলে জামায়াত ও এনসিপি। অবশেষে জোটগতভাবে ভোটের ক্ষেত্রে স্ব স্ব দলের প্রতীকের বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো।
এ সংশোধিত আরপিও অধ্যাদেশ জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব সংস্কার কাজ শেষ হয়েছে। এর আগে ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালাসহ সব ধরনের আইন-বিধি সংস্কার করে নির্বাচন কমিশন (ইসি)। এখন সংশোধিত আরপিও অনুযায়ী দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে ইসি।
জোটগত দলের প্রতীক বরাদ্দ প্রসঙ্গে সংশোধিত আরপিও-তে বলা হয়েছে, দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে যৌথ প্রার্থী দিতে সম্মত হলে ইসি আবেদন সাপেক্ষে সেই প্রার্থী তার দলের জন্য সংরক্ষিত প্রতীকটি জোটবদ্ধভাবে ব্যবহারের জন্য বরাদ্দ দিতে পারবে। এ ক্ষেত্রে আবেদনটি আর্টিকেল ১১ এর অধীনে তফসিল ঘোষণার ৩ দিনের মধ্যে ইসির কাছে করতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে