নির্বাচনে মোতায়েন থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি

নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপির সদস্য মোতায়েন থাকবে।  নির্বাচনী দায়িত্বে নিযুক্ত করার  আগে তাদের পুলিশের বিশেষ শাখার (এসবি) সহয়তায় ভেরিফিকেশন হবে। এ ক্ষেত্রে অভিযোগ থাকলে তাদের দায়িত্ব দেওয়া হবে না। এছাড়া  শুধু নির্বাচনী ভোট কেন্দ্র নয়, নির্বাচনে সচেতনতামূলক কার্যক্রমেও সম্পৃক্ত করা হবে আনসার-ভিডিপির সদস্যদের।

 সোমবার (৩ নভেম্বর) ঢাকায় ভাটারায় চতুর্থ ধাপে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন  আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, নতুন বাংলাদেশের যাত্রার শুরু থেকেই জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে আনসার-ভিডিপির সদস্যদের নতুন করে সদস্য সংগ্রহ, তালিকাভুক্তি, নতুন দায়িত্বরতদের তালিকাভুক্তি এবং সংক্রান্ত বিধিমালা সংশোধন করা এবং নির্বাচন কমিশনের ম্যান্ডেট মাথায় রেখে সুসংগঠিত করা হয়েছে। গত এক বছরে লাখ ৪৫ হাজারের বেশি নতুন সদস্য গড়ে তোলা হয়েছে। নতুন সদস্যরা কীভাবে দেশের জনগণের সেবা করবে, দেশ রক্ষায় কাজ করবে, দেশের দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করবে সেই প্রশিক্ষণ তাদের দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর