মতভেদ দেখা দেওয়ায় জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে সরকার।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছে। সরকার অপেক্ষা করবে। তারপর সরকারের মতো পদক্ষেপ নেবে সরকার। তবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সরকার একটু সময় দিতে চায়। তারা নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে, এ প্রত্যাশা সরকার করছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে