রাজনৈতিক মতামত না পেলে নিজের মতো পদক্ষেপ নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫

মতভেদ দেখা দেওয়ায় জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে সরকার।

সোমবার ( নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আইন উপদেষ্টা . আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছে। সরকার অপেক্ষা করবে। তারপর সরকারের মতো পদক্ষেপ নেবে সরকার। তবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সরকার একটু সময় দিতে চায়। তারা নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে, প্রত্যাশা সরকার করছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর