মন্তব্য
অভিনেত্রী পার্নো মিত্রেরও করোনা পজিটিভ। তিনি ছিলেন বিজেপি প্রার্থী পার্নো। ধারনা করা হচ্ছে, নির্বাচনী প্রচারণায় গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন এ অভিনেত্রী।
পার্নো টুইট করে জানান, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’
একই সঙ্গে তার পরামর্শ, তারাও যেন নিজেদের পরিবার এবং চারপাশের সুরক্ষার জন্য নিভৃতবাসে চলে যান। পাশাপাশি, মাস্ক না খোলার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
আনন্দবাজার