টিকিট কালোবাজারি রোধে রেলের অভিযান

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫

টিকিট যার, ভ্রমণ তার- এ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান শুরু করেছে রেল বিভাগ। অভিযান পরিচালনায় ২৩টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স   অক্টোবর থেকে বিভিন্ন রুটে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত  অভিযানে মোট লাখ ৯৭ হাজার টাকা জরিমানা এবং টিকিটের মূল ভাড়াসহ ১২ লাখ ২৯ হাজার টাকা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় এক বার্তায় তথ্য জানিয়েছে। বার্তায় আরও বলা হয়,  অভিযানকালে ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করা হয়। এতে বিনা টিকিটে ভ্রমণকারী হাজার ২৭৮ জন এবং অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয় করে ভ্রমণকারী হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত হয়।

এর মধ্যে  পূর্বাঞ্চলে বিনা টিকিটে হাজার ২৫৭ জন এবং অন্যের আইডিতে টিকিট ক্রয়কারী ৯৮৬ জন ধরা পড়ে। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা এবং জরিমানা বাবদ লাখ হাজার ৪১৫ টাকা আদায় করা হয়।

অন্যদিকে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটে ভ্রমণকারী হাজার ২১ জন এবং অন্যের আইডি ব্যবহারকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত হয় অভিযানে। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ লাখ ৫৪ হাজার টাকা এবং জরিমানা বাবদ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা আদায় করা হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর