দেশে পরিবহন খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সমন্বয়ের অভাব। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সমন্বিত জাতীয় পরিবহন মাস্টার প্ল্যান নেই দেশে। এ ঘাটতি দূর করতে একটি পূর্ণাঙ্গ জাতীয় পরিবহন মাস্টার প্ল্যান তৈরি করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে এর খসড়া প্রণয়ন শুরু হয়েছে সড়ক বিভাগ বিভাগের নেতৃত্বে।
রোববার (১২ অক্টোবর) ঢাকার রেল ভবনে এক মতবিনিময় এ তথ্য জানান পরিবহন সেক্টরে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। শেখ মইনউদ্দিন আরও বলেন, বর্তমানে নিজস্ব পরিকল্পনা নিয়ে সড়ক, রেল, সেতু, নৌ ও বিমান- প্রত্যেকটি খাত আলাদাভাবে কাজ করছে। এতে এক খাতের কাজ অন্য খাতের সঙ্গে যুক্ত হচ্ছে না। তাই একটি জাতীয় পরিবহন মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
একজন অধ্যাপক এ প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করছেন উল্লেখ করে শেখ মইনউদ্দিন এ বিষয়ে আরো বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংক থেকেও আন্তর্জাতিক অভিজ্ঞতা নেওয়া হচ্ছে। পরিকল্পনাটি চূড়ান্ত হলে এটাকে বাস্তবায়নে এগিয়ে নিতে পারবে পরবর্তী সরকার। এর মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে দেশের যে কোনো সড়ক, রেল বা অবকাঠামো প্রকল্প যেন এ মাস্টার প্ল্যানের আওতায় হয়। বর্তমানে খণ্ড খণ্ডভাবে এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যা উন্নয়নের পথে বড় বাধা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে