১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৬

দেশের ১৩ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে রাত দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১১ জানুয়ারি) দেওয়া পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে। বিদ্যমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায়  পরিস্থিতিতে সোমবারের মতোই থাকতে পারে।  সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর