মন্তব্য
প্রার্থীকে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে নির্বাচনী জনসভার স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশকে জানাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিতে এ কথা বলা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।
অধিদপ্তরের আরেক প্রচারণায় বলা হয়, নির্বাচনী এলাকায় প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ জনসভায় একই সঙ্গে তিনটির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে