আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোট বা ‘হ্যাঁ; ভোটের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রচারণা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই সঙ্গে এ বিষয়ে স্পষ্ট করেই বলেছেন, এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
রোববার (১১ জানুয়ারি) ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপিয় ইউনিয়ন। এর আগে কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি তারা। কারণ তাদের মনে হয়েছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে- যোগ করেন প্রেস সচিব
বিডি২৪অনলাইন/এনএন/এমকে