পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য আগামীকাল বা পরশুর মধ্যেই জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। সোমবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এদিন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

নির্বাচনে ইইউপ্রতিনিধি দল পাঠানো সংক্রান্ত প্রশ্নের উত্তরে জামায়াতের আমির জানান, এবার ২০০ প্রতিনিধি পাঠাবেন তারা। জেলা সিটি কর্পোরেশন এলাকা কাভার করবেন তারা।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/ এমকে



মন্তব্য
জেলার খবর