এখন পর্যন্ত পরিবেশ ভালোই মনে হচ্ছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত  ভালোই মনে হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে এটাও বলেছেন, পরিস্থিতি বোঝা যাবে যখন প্রচারণা শুরু হবে। তার আগে বোঝা যাবে না। নির্বাচনের প্রকৃত অবস্থা বুঝতে পারবেন প্রচার শুরু হওয়ার পরে।

সোমবার (১২ জানুয়ারি)  ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময়  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। এ ক্ষেত্রে সরকারের এটা ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব জানান, এখন পর্যন্ত অস্ত্র উদ্ধারগুলো করতে পারেনি সরকার।  আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সে রকম একটা উন্নত হয়েছে বলে মনে হয় না। তবে নির্বাচন চলাকালীন সেটা ইমপ্রুভ করবে বলে আশাবাদী তিনি।

 

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর