১৫ হাজার টন আখের চিনি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) থেকে ১৫ হাজার টন আখের সাদা চিনি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।  সরাসরি ক্রয় পদ্ধতিতে  ১১৫.৫৮ টাকা কেজি দরে এ চিনি কিনতে ব্যয় ধরা হয়েছে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভায় ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

এদিকে বৈঠকে নবনির্মিত নারায়ণগঞ্জ রাইস সাইলোর নির্মাণ কাজের ১ম চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাব অনুমোদ করা হয়েছে। প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৪৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৫৩৮ টাকা। ভেরিয়েশনে প্রকল্পটির কোটি ২৩ লাখ ৬৮০ টাকা কমানোয় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪২ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৯৩০ টাকা।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর