দীর্ঘদিন পর নতুন ছবিতে জুটি বাধছেন বলিউড অভিনেতা আমির খান এবং রাজকুমার হিরানি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছবিটির নাম এখনো ঠিক না হলেও রাজকুমার হিরানি ছবিটির জন্য তিনটি বিষয় নিয়ে ভাবনাচিন্তা করেছেন। এমনকি হিরানি নাকি আমির খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় এ জুটি দর্শকদের মন মাতিয়েছেন। পাঁচ বছর পর এ জুটি ‘পিকে’র মতো সুপারহিট সিনেমা উপহার দেন। তারপর থেকে তাদের আর নতুন সিনেমার পর্দায় দেখেনি ভক্তরা।
প্রতিবেদনে আরও বলা হয়, আমিরের নতুন ছবির গল্পও পছন্দ হয়েছে। রাজকুমার হিরানি এবং আমির দু’জনেই ছবিটির বিষয়ে একমত হয়েছেন। ২০২৬ সালে ছবিটির শুটিং শুরু করার কথা। এদিকে শিগগিরই মুক্তি পেতে চলেছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’ সিনেমাটি। বর্তমানে রাজকুমার হিরানি তার ওয়েব সিরিজের কাজ শেষ করতে ব্যস্ত।
বিডি২৪অনলাইন/আএনই/এমকে