২০ শতাংশ দাম বাড়বে ইন্টারনেটের: আইএসপিএবি

নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫

 নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে দেশে ইন্টারনেটের দাম গড়ে গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ১৪ শতাংশ পর্যন্ত বাড়বে। পাশাপাশি এ নীতিমালায় অযৌক্তিক রাজস্ব ভাগাভাগি, উচ্চ লাইসেন্স ফি এবং মোবাইল অপারেটরদের অতিরিক্ত সুবিধা দেওয়ার কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়বেন দেশীয় উদ্যোক্তারা। এমন শঙ্কা প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)

সোমবার ( নভেম্বর) ঢাকার মহাখালীতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি আমিনুল হাকিম বলেন, নতুন গাইডলাইন বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম ঢাকায় ১১ শতাংশ এবং ঢাকার বাইরে ১৮ দশমিক ৪০ শতাংশ পর্যন্ত বাড়বে। এতে সাধারণ গ্রাহক, শিক্ষা স্বাস্থ্য খাতসহ পুরো ডিজিটাল ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে।

লাইসেন্স গাইডলাইনে জনআকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি বলে মনে করছেন আমিনুল হাকিম। তিনি বলেন, আমরা মনে করি, সরকার ভুলপথে এগোচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে যে দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসায় এসেছেন, তাদের আয়ের ওপরই এখন রেভিনিউ সামাজিক তহবিল (এসওএফ) চাপিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ফি আড়াইগুণ এবং বার্ষিক ফি সাড়ে তিনগুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। গাইডলাইন সংশোধন না হলে দেশের বহু আইএসপি প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর