প্রাথমিকে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫

 

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সংগীত শিক্ষক শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করা হয়েছে। সেই সঙ্গেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা২০২৫ এতে কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে। বিতর্কের মুখে পদ দুটি বাতিলসহ সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, গত আগস্টে জারি করা বিধিমালায় ক্যাটাগরির পদ ছিল। সংশোধনের পর সংগীত শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদটি নতুন বিধিমালায় নেই।

 

তিনি জানান, আগের বিধিমালায় বলা ছিল মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা এবং বাকি ৮০ শতাংশ পদে অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন। কিন্তু এটা নিয়ে ভুলভাবে বোঝার সুযোগ ছিল। তাই সংশোধিত বিধিমালায়অন্যান্য বিষয়ে শব্দবন্ধের পরিবর্তেবিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অনূন্য শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর