কাগজ-কলমে ২৪৩, পাওয়া গেছে ১৫ শিক্ষার্থী

সম্রাট হোসাইন, পঞ্চগড়
২৭ অক্টোবর ২০২৫

পঞ্চগড় সদর উপজেলার মফিজার রহমান কলেজে কাগজে কলমে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৪৩ জন।  কলেজটিতে বেতনভুক্ত ১৯ শিক্ষক কর্মচারী ১৮ জন রয়েছেন। ননএমপিও রয়েছে শিক্ষক। এ কলেজে  সোমবার (২৭অক্টোবর) দুপুর ১২ টায় গিয়ে একাদশ দ্বাদশ শ্রেণী মিলেয়ে মোট ১৫ জন শিক্ষার্থীকে পাওয়া গেছে। শুধু সোমবারেই নয়, এ কলেছে থেকে ১৫ জনের বেশী ছাত্র-ছাত্রীকে কখনো কলেজে দেখা যায় না বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, শিক্ষার্থী না থাকায় অনেক শিক্ষক প্রতিদিন প্রতিষ্ঠানেও আসেন না। কিন্তু প্রতি বছর শিক্ষকের বেতন বাবদ সরকারের অর্ধকোটি টাকারও বেশি ব্যয় হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে ডিগ্রী পর্যায়ে অধ্যয়ন চালু করতে ৪৫ জন শিক্ষককে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যমতে,কলেজটি ২০১৫ সালে স্থাপিত হয়। দফায় দফায় ১৯ জন শিক্ষক ১৮ জন কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তারা বেতনও পাচ্ছেন নিয়মিত।  চলতি বছরে এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ২১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছেন জন। বর্তমানে একাদশ শ্রেণীতে ৮১ জন দ্বাদশ শ্রেণীতে ১৬২ জন শিক্ষার্থী দেখানো হয়েছে।

কলেজটির অধ্যক্ষ মো. নুর উল্লাহ্ বলেন, একেবারে প্রত্যন্ত মফস্বলে প্রতিষ্ঠানটি হওয়ায় এখানে দিনমজুর, ভ্যানচালক, ঢাকায় চাকরি করে এমন ছাত্ররাই ভর্তি হয়। এজন্য উপস্থিতি কম।

পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, কলেজের বিষয়টি আমরা দেখি না। এটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক দেখেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর