বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিতে পারবে

নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৫

দেশে শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ দিতে পারবে- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। ফলে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (৩ নভেম্বর) রায়টি দিয়েছেন। এর আগে এ সংক্রান্ত এক রিটের পর জারি করা রুলের চূড়ান্ত শুনানি করেন আদালত।  

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিসহ ৪২ জন।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর