মন্তব্য
পূর্ববর্তী কমিশনাররা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বললেও তারা কীভাবে বলতেন, সেটা জানেন না নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। এ কথা জানিয়ে তিনি বলেছেন- কারণ, দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা যায় না।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে এ কথা বলেন তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে বলেও জানান এ কমিশনার।
নির্বাচন কমিশান তাহমিদা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন শুধু নির্বাচন কমিশনের একার বিষয় নয়, এটা জাতির বিষয়। যেখানে গোটা জাতি জড়িত থাকে, সেটা ভালো হতে বাধ্য। সবার সহযোগিতায় কমিশন আগামী নির্বাচন ভালো করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে